আজকাল ওয়েবডেস্ক: সাহিত্য অকাদেমি পুরস্কারে সম্মানিত স্বপ্নময় চক্রবর্তী। তাঁর ‘জলের ওপর পানি’ উপন্যাসের জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন। পুরস্কারের অর্থমূল্য ১ লক্ষ টাকা। আগামী ১২ মার্চ অকাদেমির সভাপতি কবি মাধব কৌশিক দিল্লিতে লেখকের হাতে এই পুরস্কার তুলে দেবেন। দেশভাগের পরে এই বাংলায় ছিটকে এসে বাঙালিদের মাথা গোঁজার ঠাঁই খোঁজা, নতুন ভাবে প্রতিষ্ঠার লড়াই, টানাপোড়েন ‘জলের ওপর পানি’র বিষয়। উঠে এসেছে ত্রাণ ও পুর্বাসনের প্রেক্ষিতে কলোনি জীবনের সংগ্রামের সমান্তরালে বাংলার নাথ, নমঃশূদ্র এবং বিহারের ভূমিচ্যুত মুসলমান উদ্বাস্তুদের কথা। উপন্যাসটি ২০১৭–র ১৫ অক্টোবর থেকে ২০২০–র ২ ফেব্রুয়ারি পর্যন্ত ১১১টি কিস্তিতে ধারাবাহিক ভাবে আজকালের রবিবাসরে প্রকাশিত হওয়ার সময়ই সাড়া জাগিয়েছিল। ‘পুরস্কার পেয়ে ভালই লাগছে। তবে পুরস্কার না পেলেই বরং ভাল লেখার জেদ বেড়ে যায়।’— একথা বলে স্বপ্নময় চক্রবর্তীর সংযোজন, ‘দীর্ঘ এই উপন্যাসটি লিখতে ভালই লেগেছিল। ধারাবাহিক ভাবে প্রকাশের সময় নানা জনের প্রতিক্রিয়া উৎসাহ জুগিয়েছিল।’
সাঁওতালি ভাষায় লেখা তাঁর ‘জবা বাহা’ গল্পের বইয়ের সাহিত্য অকাদেমি পুরস্কার পাচ্ছেন হলদিয়া মহকুমার সুতাহাটা ব্লকের বাবুপুর অ্যাগ্রিকালচারাল হাইস্কুলের শিক্ষক তারাসিঞ বাস্কে ওরফে টুরিয়া চাঁদ বাস্কে। ঝাড়গ্রাম জেলার লালগড় থানার পাপুরিয়া গ্রামের বাসিন্দা তিনি। ‘জবা বাহা’ র বাংলা অর্থ ‘জবা ফুল’।
